শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আ’লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির খন্দকার মো. খুররম (৬৫) আর নেই। ১৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন।

দীঘদিন ধরে তিনি হৃদরোগ, ডাবেটিক সহ নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। গত ৭ এপ্রিল তিঁনি চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিঁনি স্ত্রী, দুই মেয়ে. এক ছেলে রেখে গেছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার হাঁসধরা গ্রামের জন্মগ্রহণকারী খন্দকার মো. খুররম। এরশাদ সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে তিঁনি উপমন্ত্রীর পদমর্যাদায় জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন। পরে তিনি আ’লীগের রাজনীতির সাথে যুক্ত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল ১৫ এপ্রিল রবিবার সকাল ১১টায় রাজধানীর সংসদ ভবন চত্বরে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে ওইদিন বাদ এশা জামালপুর, ১৬ এপ্রিল সোমবার সকাল নয়টায় শেরপুর সদরে, সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলায়, দুপুর ২টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠ এবং বিকাল ৫টায় গ্রামের বাড়ী ভায়াডাঙ্গা এলাকার হাঁসধরা গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলা আ’লীগ সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল শোক প্রকাশ করেছেন।

(এসআর/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)