ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ এর উদ্যোগে প্রথম বারের মতো ব্যাতিক্রমি আয়োজনে বাংলা নতুন বর্ষ ১৪২৫ কে বরণ করলো ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রশাসন।

বর্ষবরণ উপলক্ষে সকাল সাড়ে এগারো টায় জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দেশিয় সাজে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনস্-এ গিয়ে শেষ হয়।

পুলিশ লাইনস্ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা পরবর্তী উপস্থিত অতিথিদের জন্য বাঙালি জলাহারের ব্যবস্থা করা হয়।

বাঙালি খাবারে মধ্যে ছিল মুড়ি, মুড়কি, খাজা, খুরমা, বাতাসা, মুড়ির নাড়ু, জিলাপি প্রভৃতি।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় জেলা পুলিশ পরিবারের সদস্যরা অংশ নেয়। শেষে পুলিশ সুপারের নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় বর্ষ বরণের এ আয়োজন।

অন্যদিকে ভোর থেকে শুরু ঠাকুরগাঁও কোর্টচত্বর বটমূলে নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান।সকাল দশটায় জেলা অফিসার্স ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এফআইআর/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)