বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় তিন দিনের ব্যবধানে আবারও দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এর আগে গত  ৩ ও ৪ জুলাই কোস্টগার্ড সুন্দরবন থেকে পৃথক অভিযান চালিয়ে ৪ জলদস্যুকে আটক করে।

কোস্টগার্ড জানায়, গত ৩ জুলাই এফবি মনিরা ট্রলারসহ ৩জেলেকে অপহরণ করে জলদস্যু বাহিনী। গত ৭ জুলাই অপহৃত ট্রলারসহ পাথরঘাটার ৩ জেলে ও বাগেরহাটের রামদার ২ জেলে এবং জলদস্যুদের ব্যবহৃত একটি পাইপ গান উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের তথ্যমতে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের পুর্ব মাথা থেকে রুহিতা গ্রামের রাঙা মোসলেমের ছেলে পারভেজ হোসেন পাভেল ও ইউসুফ আলীর ছেলে রুবেলকে আটক করা হয়। পরে মো.রুবেলের বাড়ি থেকে জেলেদের ট্রলার থেকে লুট হওয়া ৮শ লিটার তেলের মধ্যে ১৫০ লিটার তেল উদ্ধার করা হয়। আটককৃতদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানায় ট্রলার মালিক নজরুল ইসলাম বাদি হয়ে মামলা করেছে।

(বিএস/এস/জুলাই ০৯, ২০১৪)