রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরী ঘাট এলাকায় রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ সদস্যদের সাথে বন্দুক যুদ্ধে চরমপন্থী নেতা সাইদুল (৩২) নিহত হয়েছে। সে সময় আহত হয়েছেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম ও পুলিশ কনস্টেবল পঙ্কজ মন্ডল। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলি জানায় , একদল চরমপন্থী সদস্য রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরী ঘাট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষন করে, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি এক পর্যায়ে মারাতœক আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভিগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশী এসএলআর, ৩২ রাউন্ড গুলি, একটি বিদেশী দোনালা বন্দুক, ২৩ টি কার্তুজ, ১টি ছোড়া, ৬টি কার্তুজের খোসা উদ্ধার করে।

নিহত চরমপন্থী সাইদুলের বিরুদ্ধে পাবনার জেলায় ২টি হত্যা, ২টি অস্ত্র, ১ টি অপহরণসহ ৭টি গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামি ছিল।

নিহত সাইদুল পাবনা জেলা সদরের আটঘাটিয়া গ্রামের তেনু’র ছেলে।

(ডিবি/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)