কুমিল্লা প্রতিনিধি : বিভিন্ন রকম সুবিধা ও দাবি আদায়ে লক্ষ্যে বুধবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে কুমিল্লা জেলা প্রশাসন অফিসের তৃতীয় শ্রেনির কর্মচারীরা। কুমিল্লা জেলা কালেক্টর কর্মচারীদের কর্মবিরতির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে জেলা কালেক্টরের কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ জনসাধারণের।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লার কর্মচারীরা বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেনির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের দাবিতে এ কর্মবিরতি ও সমাবেশ পালন করে কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লার কর্মচারীরা ।

বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই কর্মচারী সমাবেশে সমিতির জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সহ-সভাপতি আবুল কাসেমসহ ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দাবি আদায় না হলে আসরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের দিকে যাব। দাবি না মেনে নিলে বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ে সকল কর্মকান্ড বন্ধ করে দেয়া হবে।

(হুকজী/এস/জুলাই ০৯, ২০১৪)