লালপুর (নাটোর) প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে আজ মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসন ও লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আজ সকালে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এছাড়া গোপালপুর কড়ইতলায় লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য, উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া, চেয়ারম্যান আব্দুস সাত্তার, আবু বক্কর সিদ্দিক পলাশ, আব্দুল হান্নান, আনিছুর রহমান, চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও নাটোর জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, সাধারন সম্পাদক আবদুল্লাহ হেল শাফি টুকু, কৃষকলীগ সাধারন সম্পাদক বাবুল আকতার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল, ছাত্রলীগ সাধারন সম্পাদক সজিব রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু।

এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগ, গোপালপুর পৌর সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এমএইচ/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)