গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূিচর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন, যুবলীগের সাধারন সম্পাদক তাহেদুল ইসলাম রকেট, শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল প্রমুখ নেতৃবৃন্দ।

এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে। শেষে বিডি হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সঙ্গীয় নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

(এসআরডি/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)