ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামে মাসুদ পারভেজ(২৬) নামক য্কুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। সে উপজেলা অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের পুত্র। বুধবার ফযরের নামাযের পর অচিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে রাসেলের পরিবারের সাথে একই গ্রামের আরশেদ আলীর ছেলে জিয়াউর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ ঘটনার জের ধরে বুধবার ভোররাতে রাসেল স্থানীয় বাসিন্দা শাহজাহান নামের এ লোকের বাড়ি থেকে জার্মানি ও ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে আরশেদ আলী ও তার দুই ছেলে জিয়াউর রহমান ও ওয়াসিম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে। এ সময় রাসেল নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরাও তার পিছু নেয়।

রাসেলের ডাক-চিৎকারের শব্দ শুনে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক শফিকুল ইসলামের ছেলে মাসুদ তাকে উদ্ধার করতে জিয়াউর রহমানের বাড়ির কাছাকাছি গেলে সন্ত্রাসীরা মাসুদকে কুপিয়ে মারাত্মক জখম করে অচেতন অবস্থায় পার্শবর্তী একটি কচু ক্ষেতে ফেলে রেখে চলে যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোজাখোজির পর কচুক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রথমে ময়মনসিংহ মেিেডকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মাসুদের বাব শফিকুল ইসলাম কান্না জড়িত কন্ঠে জানান, আমার ছেলের সাথে কারো কোনো ধরনের শত্র“তা নেই। রাসেলকে বাঁচাতে গেলে আরশেদ আলী ও তার দুই ছেলে আমার ছেলে মাসুদকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি এর বিচার চাই।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরশেদ আলী ও তার দুই ছেলে জিয়াউর রহমান ও ওয়াসিমকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

(এসআইএম/এস/জুলাই ০৯, ২০১৪)