সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বহাল রাখার দাবিতে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবার একটি স্মারকলিপিও দেন তারা।

কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত শিবির সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে এই চক্রকে প্রতিহত করতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সস্তান ও বংশধর এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উপজেলা পরিষদ সড়কে এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল হক বিমল, সাবেক ডেপুটি কমান্ডার খায়ের মাঝি, মুক্তিযোদ্ধা ওয়াছেক হাওলাদার, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্ব্বায়ক শামীমা আক্তার, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান ঝন্টু, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বিদ্যুৎ আহম্মেদ, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সোহাগ মীর, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বাপ্পি আহম্মেদ, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মরিয়ম মালা, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য নজরুল ইসলাম অপু, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জুয়েল রানাসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

(এসডিআর/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)