মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কালবৈশাখীর ঝড়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্তসহ প্রায় অর্ধশত ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সাথে রবিশস্যের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার বিকেলে শুরু হওয়া আধা ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে উপজেলার সুন্দ্রাকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়, পিপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামাবাদ দাখিল মাদ্রসাটি বিধ্বস্ত হয়েছে। তবে কোন শিক্ষক ও ছাত্র-ছাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ শাইফুদ্দীন ওয়ালীদ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার পায়রা নদী তীরবর্তী পিপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা সম্পূর্ণ বিধ্বস্ত ও ইসলামাবাদ দাখিল মাদ্রসার ঝড়ের কারনে হেলে পড়েছে এবং সুন্দ্রাকালিকাপুর মাধ্যমিকি বিদ্যালয়টির পূর্ব পাশের টিনের চালা উড়ে গেছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,কালবৈশাখী ঝড়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত হওয়া বিদ্যালয়গুলো অতিশিঘ্রই মেরামত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

(ইউজি/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)