মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বুধবার উপজেলার ৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।

কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফসী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ গাজী আতাহার উদ্দিন আহম্মদ, মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আজিজ হাওলাদার, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনিরুল হক লিটন সিকদার ও আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মদ প্রমুখ।

(ইউজি/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)