শেরপুর প্রতিনিধি : শেরপুরে সিএনজি-ট্রলি সংঘর্ষে রাশেদ মিয়া (৫০) নামে একজন নিহত ও চারজন আহত হয়েছে । বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিএনজি যাত্রী নিহত রাশেদ মিয়া নেত্রকোণা জেলার সদর উপজেলার আদাউরা কুমড়ি বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে । তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুর দেড়টার জামালপুরের বক্সিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঘটনাস্থলে পৌছালে একই দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলিকে সাইট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায় অন্যদিকে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে স্থানীয় আরশাদ আলীর বসতঘরে উঠে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে । হাসপাতালে নেয়ার পথে রাশেদ মিয়া মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ সহ দূঘর্টনাকবল ট্রলি ও সিএনজি শেরপুর সদর থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসআর/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)