মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া লঞ্চঘাট বাজারে পালরদী নদীর বেরিবাঁধের ওপরে পাকা ভবন নির্মাণ করছে এলাকার একটি প্রভাবশালী মহল।

এই খবর পেয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার হাসান কবির ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে আসলেও তা আমলে নিচ্ছে না ভবন নির্মাণকারীরা।

এলাকাবাসী জানায়, নিয়মনীতির তোয়াক্কা না করে কালকিনির কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের ছেলে সোহাগ ফকির, জুয়েল ফকির ও পলাশ ফকির কয়ারিয়া লঞ্চঘাট বাজারে পালরদী নদীর বেরিবাঁধের ওপরে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ শুরু করে।

খবর পেয়ে বাঁধা দেয় পানি উন্নয়ন বোর্ড। ঘটনাস্থলে পরিদর্শণে এসে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার হাসান কবির ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে আসলেও তা আমলে নিচ্ছে না ভবন নির্মাণকারীরা। তারা ভবন নির্মাণের কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে ভবন নির্মাণকারী পলাশ ফকির বলেন, আমরা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাব।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার হাসান কবির বলেন, অবৈধ ভবন নির্মাণে বাঁধা দিয়ে এসেছি। এতে কাজ বন্ধ না করলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএএ/এস/জুলাই ০৯, ২০১৪)