জামালপুর প্রতিনিধি : জামালপুরে মুক্তিযোদ্ধা পোষ্যদের কোটা বহাল রাখার দাবিতে এবং সামাজিক নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। বৃহস্পতিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার হায়দার আলী, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী সুজা, সাবেক জেলা কমান্ডার হারুনুর রশিদ, মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম মুক্তা, সাধারণ সম্পাদক মো. আল-আমীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সংবিধানে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান। তারা আরও বলেন, আমরা কোটা সংস্কার সমর্থন করি কিন্তু কোটা বিলুপ্তির পক্ষে নই।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)