টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা কৃষকলীগের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে কৃষকলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের নেতা ফরিদ উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, আরিফ খান ইউসুফ জাই, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন আকন্দ, জমির উদ্দিন আমিরী, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জালাল উদ্দিন মিন্টু, উত্তম কুমার ঘোষ সহ জেলা উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

(আরকেপি/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)