রায়পুুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার বীরমুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস (৬৭) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সবাইকে কাঁদিয়ে ইহধাম ত্যাগ করেছেন (দিব্যান্ লোকাং স্বগচ্ছতু)। 

তাঁর অন্তেষ্টিক্রিয়া শুক্রবার সকাল ৯টায় টাউনহল সংলগ্ন নিজ বাড়ীতে অনুষ্ঠিত হইবে। মৃত্যূকালে তিনি দুই ভাই, তিন বোন ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ অকুতভয় বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে আনার পর অমৃত্যূ অকৃতদার ছিলেন।

তাঁর মৃত্যূতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

(পিকেআর/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)