গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  চাঁদা না পেয়ে ট্রাকের চালক ও হেলাপারকে মারপিট করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গোবিন্দগঞ্জ-দিনাজপুর- ভায়া ঘোড়াঘাট মহাসড়কের বোগদহ বাজারে ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চলাক ও হেলাপার জানায়, পঞ্চগড় থেকে টমেটো বোঝাই ট্রাক নিয়ে তারা ঢাকায় যাচ্ছিল। দুপুরে দিনাজপুর- গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মালেকাবাদ নামক স্থানে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি দল তাদের ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ট্রাক চালক ট্রাক নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে এবং বোগদহ বাজারে পুনরায় ট্রাকটি থামিয়ে চালক দেবদাস ও হেলপার রফিকুল ইসলাম কে বেদম মাপপিট করতে থাকে।

এসময় উপস্থিত স্থানীয় জনতা ও শ্রমিকরা এগিয়ে এসে তাদেরকে পুলিশের হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা ও শ্রমিকরা আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

(এসআরডি/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)