তথ্যপ্রযুক্তি ডেস্ক : কাতারে ‘পকেট টিভি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে ভোডাফোন, যার মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমেই স্বল্প খরচে বাংলাদেশি, ভারতীয় ও নেপালি টিভি দেখা যাবে যতক্ষণ খুশি।

এই অ্যাপের মাধ্যমে এটিএন বাংলা, বাংলা ভিশন, এসএ টিভি, বিফোরইউ মুভিজ, সাহারা ওয়ান ও জিং টেলিভিশনসহ ৯০টির বেশি টেলিভিশনের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।

সেই সঙ্গে শোনা যাচ্ছে বাংলা, হিন্দি, তেলেগু, মালায়ালাম ও নেপালি ভাষার শতাধিক এফএম রেডিও।

ভোডাফোনের একজন মুখপাত্র জানান, এই অ্যাপের মাধ্যমে আনলিমিটেড লাইভ টেলিভিশন, সিনেমা, মিউজিক, খেলা, সংবাদ এবং অডিও স্ট্রিমিং উপভোগ করতে ইন্টারনেটের বাড়তি কোনো খরচ লাগবে না। কেবল সাবস্ক্রিপশন ফি দিলেই চলবে।

ভোডাফোন গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে তিনটি মেয়াদী প্যাকেজ থেকে নিজের পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন।

২৪ ঘণ্টার প্যাকেজের জন্য ৩ কাতারি রিয়াল, সাত দিনের প্যাকেজে ১৫ কাতারি রিয়াল এবং ৩০ দিনের প্যাকেজের জন্য ৪৫ কাতারি রিয়াল খরচ হবে।

ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি ও নেপালি ভাষায় এই অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ভোডাফোনের মুখপাত্র।

পকেট টিভি চালু করতে যা করতে হবে-

১. প্রয়োজন হবে ভোডাফোনের একটি সিমকার্ড

২. প্লে স্টোর থেকে ভোডাফোন পকেট টিভি অ্যাপটি (https://play.google.com/store/apps/details?id=com.osolutions.otv&rdid=com.osolutions.otv&pli=1) ডাউনলোড করতে হবে মোবাইলে।

৩. গ্রাহকের পছন্দের ভাষাটি সিলেক্ট করতে হবে।

৪. গ্রাহকের পিন নম্বরটি প্রবেশ করাতে হবে অ্যাপে।

৫. তিনটি প্যাকেজের মধ্যে বেছে নিতে হবে একটি।

৬. নিবন্ধন হয়ে গেছে! এখন বাংলাদেশি, ভারতীয় আর নেপালের টেলিভিশন উপভোগ করা যাবে ইচ্ছে মত।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০১৮)