নিউজ ডেস্ক : পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপেল রোডে প্রকাশ্য দিবালোকে একাত্তর টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা পূর্ব লন্ডনের ওয়াইট চ্যাপেল রোডে প্রধানমন্ত্রীর সফরে আসা বিভিন্ন লোকজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন যুবক এসে একাত্তর টিভির সাংবাদিক রুপাকে গালিগালাজ করতে শুরু করে। এতে বাধা দিলে সাংবাদিক শ্যামল দত্তের সঙ্গে দুর্বৃত্তরা খারাপ আচরণ করে এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় আশপাশে অনেক লোকজন থাকলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। দ্রুত সময়ের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে মেট্রোপলিটন পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে একজনকে আটক করে।

এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলেও একাত্তর টিভির কাউকে তখন আর ঘটনাস্থলে পাওয়া যায়নি।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০১৮)