সোহলে রানা, শেরপুর প্রতিনিধি : শেরপুরে আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০১৮ চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলা ফুটবল একাদশ। ২০ এপ্রিল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে নকলা উপজেলা ফুটবল একাদশ ৪-২ (৩-১) গোলের ব্যবধানে শেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে। 

নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটি অমিমাংসিত ছিলো। খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে শেরপুর সদর উপজেলা ফুটবল একাদশের ১৮ নং জার্সিধারি মিডফিল্ডার রশিদ প্রথম গোল করেন। খেলার ৩৩ মিনিটের সময় নকলা উপজেলা ফুটবল একাদশের ১২ নং জার্সি পরিহিত মিডফিল্ডার রিজভী দুরপাল্লার শটে গোল করলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কোন দলই গোল করতে না পারায় নির্ধারিত সময়ের পর খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫টি শটের মধ্যে নকলা ৩টি গোল করলেও শেরপুর মাত্র ১টি গোল করায় নকলা ৪-২ গোলে জয়লাভ করে।

খেলা শেষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিশেষ অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত এবং জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় একটি আদিবাসী দল সহ ৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

(এসআর/এসপি/এপ্রিল ২০, ২০১৮)