জে জাহেদ, চট্টগ্রাম : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ এমপি বলেছেন, শিক্ষকতা মহান পেশা। মানুষের জীবনে মূল্যবোধ শেখায় একমাত্র শিক্ষকরা, জীবন সংগ্রামে জয় লাভের প্রচন্ড স্পৃহা দেবে শিক্ষকরা। 

জীবনে যেখানে ব্যর্থ হবে সেখানে সফলতা আনতে চেষ্ঠা করতে হবে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। বিশ্বের কোথাও বিনামূল্যে বই বিতরণে নজীর নেই।

শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের ইছাখালী নুর জাহান কমিউনিটি সেন্টারে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষকদের দূর্দশার কথা শুনে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তাঁর মেয়ে শেখ হাসিনা ২৬ হাজার ১ শ ৯২ স্কুলকে জাতীয়করণ করেন। দেশ ও শিক্ষার উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

রাঙ্গুনিয়া কলেজ গভর্ণিং বডি’র সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাঙ্গুনিয়া কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য এমরুল করিম রাশেদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন,সহকারি শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, এম শাহ কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়–য়া, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহিবুল হক জাহেদী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক পারমিতা বড়–য়া, এম মিজানুর রহমান, জাবেদ হোসেন তালুকদার, নির্মল কান্তি দাশ, আক্কাছ শেখ , রঞ্জন বড়–য়া, খালেদা বেগম, কানন কুসুম বড়–য়া, প্রদীপ কুমার নন্দী প্রমুখ।

(জেজে/এসপি/এপ্রিল ২০, ২০১৮)