মাদারীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজৈর উপজেলা লালন স্মৃতি সংঘ কতৃক বৈশাখী মেলা উপলক্ষে মরমী সাধক লালন স্মরণে ৪ দিন ব্যাপী লালন উৎসব গত বুধবার রাতে শেষ হয়েছে। 

জানা যায়, প্রতিবছর নিয়মিত ভাবে বৈশাখে আধ্যাত্মিক সাধক লালনের স্মরনে মাদরীপুরের রাজৈর উপজেলা লালন স্মৃতি সংঘে ৪ দিন ব্যাপী লালন উৎসব করে আসছে। এ বছরও নানা অনুষ্ঠানের মধ্যে লালন উৎসব করা হয়।

স্থানীয় মজুমদারকান্দি এলাকায় ৪ দিন ব্যাপী উৎসবে লালনের আধ্যাত্মিক জীবনের উপর আলোচনা সভা ও লালন শাহের স্বরচিত সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও সংগীত আসরে দেশের বিভিন্ন জেলার সাঁইজির ভক্তরা অংশগ্রহন করেন।

চার দিন ব্যাপি উৎস শেষে সাইঁজির বিভিন্ন কর্মময় জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন রাজৈর উপজেলা লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা আবুল মুন্সি ।

সমাপনি দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিল কমান্ড এর সাধারান সম্পাদক নৌ-পরিবহন মন্ত্রীর জৈষ্ঠ্য পুত্র আসিফ খান, মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, উপজেলা ভাইচ চেয়্যারম্যান লিতা কুদ্দুস ,রাজৈর থানা শ্রমীক লিগের সভাপ্রতি শাহাবুদ্দিন শাহা, উক্ত আলোচনা ও লালন সংগীতা অনুষ্ঠানের সার্বিক তত্তাবধান ও পরিচালনায় ছিলেন রাজৈর পৌর ছাত্রলীগ এর সভাপতি হারুন আর রশিদ (রনি) ।

(এমআরএস/এসপি/এপ্রিল ২০, ২০১৮)