গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় জোর পূর্বক ঘর উত্তোলন করায় নির্বাহী আদালতে মামলা করেছে মোঃ খলিলুর রহমান তালুকদার। ঘটনাটি ঘটেছে পৌরসভার সাগরদি রোডে। 

গত ৩১ মার্চ তারিখে জোর পূর্বক ঘর উত্তোলন করায় খলিলুর রহমান তালুকদার ৫জন কে আসামি করে গলাচিপা উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন যার এমপি নং- ১৯৮/১৮।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি আমলে নিয়ে আইন শৃংখলা বজায় রাখার লক্ষ্যে গলাচিপা থানাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দিয়ে আসেন।

এ বিষয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাবলু প্যাদা ঘটনার সতত্য স্বীকার করেন।

খলিলুর রহমান তালুকদার প্রতিবেদককে জানান, গায়ের জোরে আমার রেকর্ডীয় জমিতে জোর পূর্বক ঘর তোলায় আমি আদালতে ন্যায় পাওয়ার আশায় মামলা করেছি। মৌজা রতনদী, জে এল নং- ১০৮, খতিয়ান নং- ৮২০, দাগ নং- ৪৫৪, জমির পরিমান- ৩৪ শতাংশ। চৌহদ্দি: উত্তরে বারেক মাষ্টারের বাড়ী, দক্ষিণে শংকর সরকারের জমি, পূর্বে সরকারি ড্রেন ও পশ্চিমে ওয়াপদা ভেড়ীবাধ।

(এসডি/এসপি/এপ্রিল ২১, ২০১৮)