চাঁদপুর প্রতিনিধি : বিরতিহীন পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও র‌্যালি করেছেন চাঁদপুরের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় চাঁদপুর ‘সচেতন ছাত্র মহল’র ব্যানারে প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষার প্রশ্নপত্র সৃজনশীল পদ্ধতির হওয়ায় আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়। কিন্তু বর্তমান নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষাগুলো বিরতিহীনভাবে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তাছাড়া একই দিনে সকালে এবং বিকেলে দুইটি পরীক্ষায় অংশ নেওয়াটা খুবই কঠিন হবে’।

ছাত্র-ছাত্রীদের দাবি পরীক্ষার সময়সূচী আগের নিয়মে রাখতে হবে। এবং তারা শিক্ষামন্ত্রীরর এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

(ওএস/এস/জুলাই ১০, ২০১৪)