ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জে দুই গূহবধূর লাশ উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার ফুলুরানী বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী গোফফার মিয়া (৬০) কে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, ফুলুরানীর লাশ পীরগঞ্জ সীমানার নলেয়া নদীর পার্শ্বের একটি ধান ক্ষেত ফেলে রাখে। শনিবার সকালে ওই নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে গৃহবধুর লাশটি দেখতে পায়। পরে সাদুল্যাপুর থানা পুলিশ খবর পেয়ে ফুলুরানীর মৃতদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

গোফফার মিয়ার অসঙ্গিত কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

নিহত ফুলুরানীর বাবার বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে। সে মৃত মজিবর রহমানের মেয়ে।

অপরদিকে গোবিন্দগঞ্জে মেলা খরচের টাকা না পেয়ে নব বধূকে মারপিট অতঃপর বাথরুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ।

জানা গেছে , উপজেলার গুমানীগঞ্জ ইউপির মিরকুচি মদনতাইড় গ্রামের চুন্নু মিয়ার পুত্র মুনিম এর বিবাহিতা স্ত্রী র্উমী বেগম (২০) শনিবার সকাল ৯ টায় বাথরুম থেকে উর্মীর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

নিহত উর্মী একই উপজেলার কোচাশহর ইউপির জগনাথপুর গ্রামের আজাদুল ইসলাম রাজা মিয়ার কন্যা।

অন্যদিকে গাইবান্ধায় বিষপানে আত্মহত্যাকারী অজ্ঞাত মহিলার (৪৫) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ময়না তদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামে লাশ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ।

পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিয়ে পুলিশে খবর দেয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই মহিলা মারা যায়। পুলিশের ধারণা অজ্ঞাত ওই মহিলা বিষপান করেছিল।

(এসআইআর/এসপি/এপ্রিল ২১, ২০১৮)