বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল-বগা-লেবুখালী সড়কের শাপলাখালী এলাকায় আজ শনিবার সকালে বাসের ধাক্কায় একটি অটোবাইক ধুমড়ে-মুচরে যায় এবং শারমিন বেগম (২২) নামে অটোবাইকের এক নারী যাত্রী নিহত হন। ওই সময় আহত হন তার সাড়ে তিন বছরের মেয়ে মরিয়ম ও ভাই আমিনুলসহ (১৩) আরও দুই জন।

শারমিনের বাড়ি বাউফল সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। তাঁর স্বামীর নাম মো. মামুন মুন্সি। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে স্বামীর বাড়ি থেকে রাজনগর গ্রামে বাবা জাকির হোসেন মৃধার বাড়ির উদ্দেশ্যে অটোবাইকে করে রওয়ানা হন শারমিন, মেয়ে মরিয়ম ও ভাই আমিনুল। সোয়া ১০ টার দিকে কাদের মোল্লা গ্যারেজের পশ্চিম পাশে শাপলাখালী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে বরিশালগামী একটি বাস ওই অটোবাইকটিকে ধাক্কা দেয়। তখন অটোবাইকের কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হন এবং অটোবাইকটি ধুমড়ে-মুচরে যায়। গুরুতর আহত শারমিনকে স্থানীয় কয়েক যুবক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

(এমএবি/এসপি/এপ্রিল ২১, ২০১৮)