ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বগার বাজার এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় বাবাসহ দুই ভাই নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, উপজেলার বগার বাজার এলাকায় মহাসড়কের উপর দাড়িয়ে থাকা একটি কাভার ভ্যানের পিছনে ময়মনসিংহ গামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রবাহী প্রাইভেটকার ধুমরে মুচরে যায় এবং কাভার ভ্যান উল্টে রাস্তার পাশে খাদে পরে যায়। প্রাইভেটকার যাত্রী ভালুকা উপজেলার জামিদিয়ার বাসিন্দা ভালুকা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আঃ কাদির মাষ্টার (৭০) ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ত্রিশাল ও ভালুকা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন নিহত আঃ কাদির মাষ্টারের ছেলে জুয়েল খান (৪৫), বিপ্লব খান (৪২) ও বাছির খান (৪০)। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল ও বাছিরের মৃত্যু হয়।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মামলার হাজিরা দিতে বাবা ও তিন ছেলে ময়মনসিংহ আদালতে যাচ্ছিলেন বলে জানা গেছে। একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শফিকুল ইসলাম জানান, হতাহতরা একই পরিবারের। তারা ভালুকা থেকে ময়মনসিংহে যাচ্ছিল।

(এসআইএম/এসপি/এপ্রিল ২২, ২০১৮)