মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারন সভা গতকাল রবিবার সকালে সুবিদখালী বাজারের স্বর্ণকারপট্টিতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা সমবায় অডিটর অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, পটুয়াখালী কালবের জেলা ব্যবস্থাপক মোঃ নাশির উদ্দিন, উপজেলা বর্নিক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মধু ব্যাপরী, মির্জাগঞ্জ উপজেলা সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জুলকার বিন খালেক, পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ জহির উদ্দিন, ফারমার্স ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও নবদিগন্ত সমবায় সমিতির সভাপতি মোঃ বাহাউদ্দিন ব্যাপারী প্রমুখ।

সভায় ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়িত কাজের প্রতিবেদন ২০১৬-১৭ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব-নিকাশ ও ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট আলোচনার মাধ্যমে অনুমোদিত হয়। যাহার বর্তমান মূলধন ১০ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৩৮৫ টাকা।

পটুয়াখালী জেলার কালব ভুক্ত ক্রেডিট ইউনয়িনের মধ্যে একাধিকবার মূলধন বৃদ্ধিতে সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নটি শ্রেষ্ঠ হওয়ার গৌরভ অর্জন করেন।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৮)