বেনাপোল প্রতিনিধি : বন্দর নগরী বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে ২৩ ব্যাটালিয়নের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইল জেলার আরজ মোল্লার ছেলে হায়াতুর মোল্লা (১৮), ইকতার গাজির ছেলে আজিম গাজী (২৭), সামসুর মোল্লার ছেলে টুটুল মোল্লা (২৮), আজা শেখের স্ত্রী ছাবিনা (৩৫), রাশেল শেখের স্ত্রী রজিনা বেগম (২২), জিয়ারুল মোল্লার ছেলে আহাদ মোল্লা (২২), শামিম শেখের স্ত্রী সীমা বেগম (২৫), শিশু কন্যা আরসিনা (০৯ মাস)। বাগেরহাটের অন্যদা চরণ দেবনাথের ছেলে শ্রী মানিক দেবনাথ (৩৫), রাধব সিকদারের ছেলে রবিন্দ্রনাথ সিকদার (৯০), রমেন সিকদার (৪০), গোপালগঞ্জের সদানন্দ বিশ্বাসের স্ত্রী স‍ূর্য বিশ্বাস (৮০), খুলনার হান্নান লস্করের ছেলে সাগর লস্কর (৩২) ও মমিন (১৮)। এছাড়া রাজবাড়ীর কালিপদ হাজরার ছেলে চিত্ররঞ্জন হাজরা (৫২) ও মাগুরার পরিতোষ রায়ের ছেলে পরেশ রায় (২৪)।

পুলিশ জানায়, আটককৃতরা বুধবার সন্ধ্যায় স্থানীয় দালালের মাধ্যমে চিকিৎসা, ব্যবসা ও বেড়ানোর উদ্দেশ্যে সীমান্ত পথে ভারতে যাচ্ছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জুলাই ১০, ২০১৪)