ঠাকুরগাঁও প্রতিনিধি : এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ায় অবস্থিত রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার দুপুরে ঐ ক্লিনিকে অভিযান চালালে অভিযোগের সত্যতা পায় আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের গোয়ালপাড়া এলাকায় অবস্থিত রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দুর-দুরান্ত থেকে আসা রোগিদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে আজ সেখানে অভিযান চালালে সত্যতা পাওয়া যায়। তাছাড়া এ ক্লিনিকের বৈধ কাগজপত্র না পাওয়ায় ও দক্ষ চিকিৎসক ছাড়াই চিকিৎসাপত্র প্রদান করায় জনস্বার্থে ক্লিনিকটি সিলগালা করা হয়।

এসময় ক্লিনিক কর্তৃপক্ষকে পাঁচ হাজার এবং ক্লিনিকে কর্মরত কর্মচারীদের এক হাজার টাকা করে জরিমানাও করা হয়।

আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলামসহ আনছার বাহিনীর সদস্যরা।

(এফআইআর/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)