ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬জন কে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত সোমবার রাতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মাদকসেবী, বিভিন্ন নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬জন কে আটক করে পুলিশ।

আটকৃতরা হচ্ছে, স্বপন মিয়া (২৫), জাসেম মিয়া (৫০), জুয়েল মিয়া (৩২), ফজলুল হক (৫২), বাবুল (২৩), তাহির উদ্দিন (৫৫), জাহিদ মিয়া (২০), খলিলুর রহমান (৬৫), আমিনুল হক (২৫), আব্দুস ছাত্তার (৩৫), আবু সাঈদ (৫৫), আব্দুল গণি (৫৩), আঃ রাশিদ (৪৮), শামীম (১৮) মাসুদ রানা (২১) ও কাজল ইসলাম (৩০)। আটক কৃতদের মঙ্গলবার দুপরে জেল হাজতে প্রেরণ করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটককৃতদের মাঝে ১১জন ওয়ারেন্টভূক্ত আসামী এবং ৫জন মাদকসেবী।

(এনআইএম/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)