মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের পেনসন স্কীমের টাকা লুট করে নিলো অজ্ঞান পার্টির সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সারে ৭ টার দিকে রাজৈর-টেকেরহাট সড়কে চলাচলরত একটি লোকাল বাসে। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মৃনাল কান্তি মল্লিক নামের ঐ শিক্ষককে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল কান্তি মল্লিক সোমবার বিকেলে মাদারীপুর সঞ্চয় অধিদপ্তর থেকে পেনসন স্কীমের লভ্যাংশ ৩০ হাজার টাকা উত্তোলন করে বাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন।

বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অজ্ঞান করে প্যান্টের পকেট কেটে ৩০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। বাসটির গন্তব্যস্থল টেকেরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে সকল যাত্রী নেমে গেলেও শিক্ষক মৃনাল কান্তি মল্লিক বাসের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে তার জ্ঞান ফিরে এলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত সে অসংলগ্ন কথা বলছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)