উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : নিষিদ্ধ কারেন্ট জালে আটকানো অবস্থায় এবার বিপুল পরিমান জাটকাসহ কারেন্টজাল জব্দ করেছে চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। 

সোমবার ২৩ এপ্রিল দিনগত রাত ৩টায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনার সময় সদর উপজেলার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড় থেকে জাটকাসহ কারেন্টজাল ধরা হয়। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় গরীব মানুষ জাল থেকে জাটকা মাছ খুললে সেগুলো তাদেরকে দিয়ে দেয়া হয়েছে।

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আঃ রশিদ জানান, এসআই জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, পলাশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে ওই রাতে জাফরাবাদ, দোকানঘর, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া খাল নদীর পাড় অভিযান চালায়। এসময় কয়েকজন জেলে বড় আকৃতির কারেন্টজাল থেকে জাটকা মাছ খোলার জন্য তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ তাদের ধাওয়া করলে মাছসহ জাল ফেলে জেলেরা দৌড়ে পালায়। পরে জাটকাসহকারে জাল জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(ইউএইচ/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)