মিলন কর্মকার রাজু, পটুয়াখালী : খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত স্কুল শিক্ষার্থীসহ একই পরিবারের সাত জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। 

আক্রান্তরা হলেন মো. আঃ কাদের (৭০), তাছলিমা (৩০), সালমা(১৯), রোকেয়া (১৫), শিক্ষার্থী জিন্নাত (৯), সানজিদা (১৪) ও সুমাইয়া (১২)।

গ্রামবাসীরা জানান, মঙ্গলবার দুপুর হলেও তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশিরা ঘরে ঢুকে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেণ।

হাসপাতালে চিকিৎসাধীন তাছলিমা জানান, সোমবার রাতে তারা সবাই তরমুজের ছোলা রান্না করে খেয়েছেন। রাতে ঘুমানোর আগে বাজার থেকে কিনে আনা জিলাপী ও তরমুজ খান। এরপর আর কিছু মনে নেই।

কলাপাড়া হাসপাতালে মেডিকেল অফিসার ডা. জেএইচখান লেলীন জানান, খাধ্যে বিষক্রিয়ার কারণে তারা সবাই অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্তমানে সবাই সুস্থ্য আছেন।

(এমকেআর/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)