মাদারীপুর প্রতিনিধি : প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিরোহীনী চাকমা নামে এক উপজাতি তরুণীকে এক মাস পরে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাকান্দি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮ মাদারীপুর।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং এলাকা থেকে রুপায়ন চাকমার মেয়ে বিরোহীনী চাকমা নিঁখােজ হয়।

এ ঘটনায় গত ২৪ মার্চ বরকল থানায় বিরোহীনী চাকমা নিঁখোজ হয়েছে দাবি করে একটি জিডি করা হয়। এই জিডির সূত্র ধরেই মঙ্গলবার রাত ১০টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার তারাপদ মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব উদ্ধার তরুণীকে শিবচর থানায় হস্তান্তর করেছে।

শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদের ওই তরুণী জানিয়েছে মিঠুন মন্ডল কাজের সুবাদে রাঙামাটির বরকলের শুভলং অবস্থান করছিলো। এ সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এই সম্পর্কে সূত্র ধরেই তারা বিয়ে করে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার তারাপদ মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের বাড়িতে অবস্থান করছিলো। পরে খবর পেয়ে র‌্যাব তাকে উদ্ধার করে।

তিনি আরো জানান, বরকল থানার ওসি এবং মেয়ের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। মেয়ের বাবা আসলে তরুণীকে তার কাছে তুলে দেয়া হবে।

(এএসএ/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)