মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শেষ হয়েছে ৭দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এই কর্মশালা শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবার মাঝে সনদ বিতরণ করা হয়। এতে জেলা ও উপজেলার ৫২ জন প্রতিযোগি অংশ নেয়। 

এর আগে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৭ এপ্রিল এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় পাহাড়ী নৃত্য, চাকমা নৃত্যসহ বেশকিছু নৃত্য তুলে ধরা হয়। ৭দিন ব্যাপী এই নৃত্যের প্রশিক্ষণ দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক ফিফা চাকমা।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বজলুর রহমান মন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান মিলনসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

(এএসএ/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)