রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) পরিচালিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ‘সেলফ এসেসমেন্ট সার্ভে শেয়ারিং’ শীর্ষক বুধবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের সেলফ এসেসমেন্ট কমিটির প্রধান ড. পিনাকী দে। কর্মশালা পরিচালনা করেন বিভাগের প্রভাষক মৃনাল চন্দ্র বর্মন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন।

উদ্বোধনের সময় প্রধান অতিথি প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন শিক্ষকদের সকল জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে হবে এবং তা সঠিকভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। ক্লাসে কোন কোন ছাত্র-ছাত্রী অমনোযোগি তা শিক্ষককেই চিহ্নিত করে তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। কর্মশালায় উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই সদস্য ও অফিসারবৃন্দ অংশ গ্রহণ করেন।

(আরকেপি/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)