নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রামে দেশীয় অস্ত্র তৈরির সময় পুলিশ অভিযান চালিয়ে ঢাল, সড়কি, রামদা, ছোড়া সহ শতাধিক অস্ত্রশস্ত্রাদি উদ্ধার করেছে। এসময় ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান বলেন, বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ‘আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রামে সংঘর্ষের প্রস্তুতি হিসেবে দেশীয় অস্ত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের নির্দেশে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ওই গ্রামের আইয়ুব হোসেন ভূইয়ার বাড়ি থেকে ২২টি ঢাল, ৫০টি সড়কি, ১০টি ড্যাগার ও ২০টি রামদা-ছোরা উদ্ধার করা হয়। এসময় আইয়ুব হোসেন ভূইঁয়া, জাকির ভূইঁয়া ও আকরাম শেখকে আটক করা হয়’।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মেহেদী হাসান জানান, চৌগাছা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দু’সপ্তাহ আগে ওই গ্রামের দুটি পক্ষের অন্তত ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা গ্রামে আর মারামারি করবে না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পায়। কিন্তু পুনরায় তারা সংঘর্ষের প্রস্তুতি হিসেবে অস্ত্রশস্ত্রাদি তৈরি করছিলো।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শতধিক দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন কিছুদিন আগে মুচলেকা দিয়েছিল যে তারা আর মারামারি করবে না। কিন্তু পুনরায় সংঘর্ষের প্রস্তুতি হিসেবে দেশীয় অস্ত্রশস্ত্রাদি তৈরি করছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(আরএম/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)