উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মীর শওকত আলী মহালছড়িস্থ মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টার আক্রমণে পাকবাহিনী তৎপরতা প্রতিরোধ করতে ক্যাপ্টন খালেকুজ্জামান ও তাঁর দলকে নানিয়ারচর বাজারে বড় পাহাড়ের ওপর ডিফেন্স গ্রহণের নির্দেশ দেন। ক্যাপ্টন কাদের-এর নেতৃত্বে একটি মুক্তিযোদ্ধা দলকে সড়কপথে পাকবাহিনীর গতিপথ রুদ্ধ করতে পাঠান এবং লে. মাহফুজের নেতৃত্বে একটি দলকে রিজার্ভ ডিফেন্স রাখেন যাতে পাল্টা আক্রমণ করা যায়।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০১৮)