ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অতিথি ভবন থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ কেয়ারটেকারকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ইবি থানায় সোপর্দ করা হয়েছে। বুধবার পৌনে সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রক্টরিয়াল বডি তাদের আটক করে।

প্রক্টরিয়াল বডির ভাষ্য মতে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মমতাজ ভবনের কেয়ারটেকার রাশিদুল একটি মেয়ে নিয়ে ওই ভবনে প্রবেশ করে। প্রবেশের সময় তাদের গতিবিধি দেখে পার্শ্ববর্তী এক দোকানীর সন্দেহ হলে দায়িত্বরত আনসার সদস্যকে বিষয়টি জানান। পরে আনসার সদস্যকে নিয়ে ওই দোকানী ভবনের তিন তলায় ৩০৯নং কক্ষের সামনে যান। সেখানে গিয়ে তাদের কথাবার্তা শুনে ছেলে ও ওই মেয়ের অবস্থান সম্পর্কে নিশ্চত হন। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবগত করে। প্রক্টরিয়াল বডি রাশিদুল ও ওই মেয়েকে কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে ইবি থানায় তাদের হস্তান্তর করে।

ইবি থানার অফিসার ইনর্চাজ (ওসি) রতন শেখ বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

এ সম্পর্কে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে যাই। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

(এসআই/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)