সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনধি : সিরাজদিখানে পুকুরে বিষ ঢেলে প্রায় ৫০ হাজার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীররাতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত দক্ষিণ তাজপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে মো. মিন্টু সরদার জানান, ৩ বছর আগে তিনি বাড়ির পাশে ২৪ শতাংশ ভূমির উপর পুকুর তৈরি করে মাছ চাষ করে আসছেন। এ বছরও ওই পুকুরে এক লাখ ৫০ হাজার টাকার রুই, মৃগেল, তেলাপিয়া, কার্প জাতীয় মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। কিন্তু গত মঙ্গলবার গভীররাতে শত্রুতা করে কে বা কার তার পুকুরে বিষ ঢেলে দেয়। এতে পুকুরের সব মাছ মারা যায়। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসডিআর/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)