স্বরবর্ণ

অ অশোক গাছে বসেছে ঐ ফুল কুড়িদের মেলা
আ আকাশে ঐ ভাসছে দেখ সাদা মেঘের ভেলা
ই ইলশে গুড়ি বৃষ্টি দেখে নাচছে ইলিশ ছানা
ঈ ঈশান কোণে ঈগল পাখি ছড়ায় ধূসর ডানা

উ উপর দিকে আকাশে ঐ লক্ষ তারা ফোটে
ঊ ঊষাকালে পুব আকাশে সূর্য মামা ওঠে
ঋ ঋতুর রাণী হেমন্তে আজ সোনালী ধান মাঠে
৯ ৯ কার ঢঙে লেজ বাঁকিয়ে কাঠ বিড়ালী হাঁটে

এ একতারাটা বাজিয়ে সাধু লালন তোলে সুর
ঐ ঐকতানে সাধুসংগে গাইছে সুমধুর
ও ওজন করে গ্রামের হাটে কৃষক বিকায় ধান
ঔ ঔষধ খেলে অসুখ সারে জুড়ায় হৃদয় প্রাণ।