বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনা বাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, এর মধ্যে তিনজন সেনা সদস্য ছিলেন। উপজেলার কুমারী বাজার এলাকায় লামা-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসচালক নুরুল ইসলাম ছাড়া কারো নাম জানা যায়নি। নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেনা বাহিনীর একটি গাড়ি আলীকদম থেকে চকরিয়া যাচ্ছিল। পথে কুমারী বাজার এলাকায় এই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনা বাহিনীর তিন সদস্য ও বাসের চালকসহ ১০জন আহত হন।

স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বাসচালকের অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুলাই ১০, ২০১৪)