রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের জন্য সাড়ে ৫৩ হাজার শর্টগান কেনা হচ্ছে। ৩০৩ মিঃমিটার রাইফেলের ব্যবহার সংকুচিত করার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় শর্টগান কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ জন্য অর্থ মন্ত্রনালয়ের কাছে ৩৯৭ কোটি ৩৭ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ঠ একটি দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র মতে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সম্ভাব্য ৩৮ হাজার ৫৯৬ টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লক্ষ সদস্য নিয়োজিত থাকবে। এ সব সদস্যদের জন্য সাড়ে ৫৩ হাজার শর্টগান কেনা হচ্ছে। এ জন্য সদস্যদের শর্টগান পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ এবং ফায়ারিং এর মাধ্যমে অস্ত্র পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা যে ৩০৩ মিঃ মিটার রাইফেল ব্যবহার করছে, তার অধিকাংশই পুরানো, ব্যবহার অনুপযোগী,ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন বাহিনী থেকে পাওয়া।

তা ছাড়া এই রাইফেলটি লিথাল উইপন হিসেবে শ্রেণীকৃত, যার ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। জন নিরাপত্তায় লিথাল উইপনের স্থলে নন- লিথাল উইপন যেমন শর্টগানের ব্যবহার অধিকতর নিরাপদ ও কার্যকর। বর্তমানে অন্য কোন বাহিনীতে ৩০৩ মিঃ মিটার রাইফেল ব্যবহৃত হয় না।

(আরএম/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)