হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলার কৃষকদের মাঝে ৭০% ভর্তুকী মূল্যে ৫টি মিনি কম্বাইন্ড হারভেস্টার, ১০টি রিপার এবং ৪টি পাওয়ার প্রেসার বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কায়কোবাদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকান্ত ধর, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমানসহ কৃষি কর্মকর্তাবৃন্দ ও ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

(এমইউএ/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)