বরিশাল প্রতিনিধি : ন্যায্য মজুরীর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছির করেছে দর্জি শ্রমিকরা। জেলা দর্জি শ্রমিক আন্দোলন সমন্বয় কমিটির ব্যানারে ২৮ জুন থেকে শুরু হওয়া আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট একে আজাদ বলেন, শ্রমিক না বাঁচলে মালিকের মুনফা হবেনা। একথা জেনেও বাড়তি লাভের জন্য শ্রমিকদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করেন মালিকরা। এরই ধারাবাহিকতায় বরিশালের দর্জি শ্রমিকরাও মজুরী বৈষম্যের শিকার হচ্ছেন মালিকদের দ্বারা। তাই তিনি মালিকদের প্রতি আহবান করেন, দর্জি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে পরিজন নিয়ে বাঁচার সুযোগ দিতে।

দর্জি শ্রমিক আন্দোলন কমিটির আহবায়ক মো. আ. রাজ্জাকের সভাপতিত্বে এই সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মো. মানিক, তুষার সেনসহ অন্যারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(বিএস/জেএ/জুলাই ১০, ২০১৪)