মাগুরা প্রতিনিধি : “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”-এই শ্লোগান নিয়ে জাতীয়্ আইনগত সহায়তা দিবস উপলক্ষে শনিবার মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় মাগুরা জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

পরে জজকোর্ট প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. সাজিদুর রহমান সংগ্রামসহ আরো অনেকে।

পরে যশোরের সাংস্কৃতিক সংগঠন শিকড় শিল্পীগোষ্ঠি গাম্ভিরা, অষ্টক, পট গান ও নৃত্য পরিবেশন করে।

(ডিসি/এসপি/এপ্রিল ২৮, ২০১৮)