মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে রাতের অন্ধকারে দূর্বিত্বরা এসিড নিক্ষেপ করে আহত করেছে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে। 

শনিবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবীল গ্রামে এ ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রোকেয়া বেগমের প্রতিবেশী ময়ূর মিয়াকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

এসিড নিক্ষেপে আহত রোকেয়া বেগম জানান, প্রতিবেশী ময়ূর মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এর ধারাবাহিকতায় শনিবার মধ্যরাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হয়ে বাতরুমে প্রবেশ করলে সেখানে ময়ূর মিয়া ও প্রতিবেশী মিলাদ মিয়া জোরপূর্বক প্রবেশ করে আমার মুখ চেপে ধরে এসিড নিক্ষেপ করতে থাকে।

এসময় রোকেয়া বেগমের চিৎকার শুনে তার স্বামী সহ প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় ময়ূর মিয়া ও মিলাদ মিয়া । পরে আহত অবস্থায় মধ্যরাতে স্বজনদের সহযোগীতায় রোকেয়া বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তাদির হোসেন জানান, পুলিশ খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী ময়ূর মিয়াকে আটক করে থানা নিয়ে আসে, তবে এখন পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন মামলা দায়ের হয়নি।

(একে/এসপি/এপ্রিল ২৯, ২০১৮)