হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নছরতপুর এলাকায় সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭শ’ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে আজ শনিবার দুপুরে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭শ’ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনার দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ সিএনজি অটো রিক্সা আটক করেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল করলে বৃহস্পতিবার ৫টি সিএনজি আটক করে হাইওয়ে পুলিশ।

পরে সিএনজি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সিএনজিগুলো ছেড়ে দেয়ার জন্য দাবি করা হয়। পুলিশ সিএনজি ছেড়ে না দেয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নছরতপুর মোড়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এর জের ধরে শ্রমিকরা পুলিশের উপর হামলা করে। এতে ১৫ পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়।

উল্লেখ্য, হবিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি চলাচল করলে তা বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। এ সময় পুলিশ তাদেরকে সড়িয়ে দিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

(এমইউএ/এসপি/এপ্রিল ২৯, ২০১৮)