আড়ি

ছিঁচ কাঁদুনে মেঘেরা মা
বড্ড বেশী পাজী,
তোমার খোকা কত্তো ভালো
কাঁদেনি মা আজি !

আচ্ছা মাগো মেঘেরা কেনো
কাঁদে দিনে রাতে ?
পড়ার জন্য খায় কিগো মা
মারটা স্যারের হাতে ?

বলতে পারো মেঘের চোখে
গড়ায় ক্যানো জল ?
মাগো তুমি চেয়ে দ্যাখো
অশ্রু ছলছল !

কোথায় ওরা ছুটে চলে
কোথায় ওদের গাঁ ?
রাতে ওরা থাকে কোথায়
কেবা ওদেও মা ?

আচ্ছা মাগো বলো দেখি
কোথায় মেঘের বাড়ি ?
ক্যানো মাগো করে ওরা
খোকার সঙ্গে আড়ি ?